মাগুরা প্রতিনিধি : পরিবহন শ্রমিক হত্যার প্রতিবাদে মাগুরা জেলার অভ্যন্তরীণ সব রুটে চলছে পরিবহন ধর্মঘট।

সোমবার দুপুর থেকে শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দেয়।

মাগুরা মটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, ধর্মঘটের সমর্থনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে মাগুরা শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতা-কর্মীরা। তারা হত্যাকারীদের বিচারের দাবিতে নানা শ্লোগান দেন।

খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবরোধ ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই শ্রমিক নেতা।

মাগুরা সদর থানার ওসি (তদন্ত) হোসেন আল মামুন জানান, পুলিশ হত্যাকারীদের চিহিৃত করেছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত ৩ জুন শনিবার সন্ধ্যায় কর্মরত অবস্থায় সদরের মালিক গ্রাম এলাকায় দুর্বৃত্তের হামলার শিকার হন বাস চালক সুজন শেখ। পরে গুরুতর আহত অবস্থায় আজ সকাল ৯টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুজন শেখ মাগুরা শহরের পারলা এলাকার মোসলেম শেখের ছেলে।

(ওএস/এএস/জুন ০৫, ২০১৭)