টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদ ও নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবারহের দাবিতে মানববন্ধন  কর্মসূচি পালন করা হয়েছে। রোববার(৪ জুন) সকাল ১০টায় ঘণ্টাব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী টাঙ্গাইলবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধনে নিজ উদ্যোগে হারিকেন, চার্জার লাইট, তাল পাখা ও ব্যানার ফেস্টুন হাতে নিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানায় তারা। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনীতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে টাঙ্গাইলে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানানো হয়। এই সময়ের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে না এলে বিদ্যুৎ অফিস ঘেরাও ও টাঙ্গাইল অচল করে দেয়ার আল্টিমেটাম দেন ভুক্তভোগী জনসাধারণ। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বক্তারা অভিযোগ করেন, বিগত ২০১১, ২০১২ ও ২০১৩ সালে বর্তমান সরকার টাঙ্গাইল জেলার বিদ্যুৎ বিভাগের উন্নয়নের জন্য ১১০০কোটি টাকা বরাদ্দ দেয়। সরকারের ওই প্রকল্পের আওতায় জেলা শহর ও উপজেলাগুলোর পুরনো তার নতুনভাবে লাগানো, পুরনো ট্রান্সফরমার বদলে নতুনভাবে লাগানোসহ সার্বিক উন্নয়ন। কিন্তু টাঙ্গাইল বিদ্যুৎ বিভাগের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের জোগসাজসে ঠিকাদাররা সে সময় কোন কাজই করেনি। পুরো টাকাই লোপাট করা হয়েছে। সরকারের ১১০০ কোটি টাকার উন্নয়ন কাজ না হওয়ায় বর্তমানে টাঙ্গাইলে বিদ্যুৎতর ভয়াবহ করুণ চিত্র ফুটে ওঠেছে। বর্তমানে এর প্রভাব জনগনের মধ্যে পড়েছে।


(আরকেপি/এসপি/জুন ০৯, ২০১৭)