নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : একমাত্র নৌকার মাধ্যমেই বাঙালির ভাগ্য উন্নয়ন সম্ভব। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় খাকলেই জনগনের ভাগ্যের পরিবর্তন ঘটে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম শুক্রবার সন্ধ্যায় টাংগাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের উদ্যোগে ধুবুড়িয়াতে ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে অনুষ্ঠিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে হাটছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকার কারনেই দেশে চালু হয়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতা , মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক আবাসন ব্যবস্থা। তার নেতৃত্বেই আজ আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করার স্বপ্ন দেখছি।

তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আমাদের ঐক্যবদ্ধ ভাবে আগামীতে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। তৃনমূলে একতা না থাকলে কখনই নৌকা মার্কাকে বিজয়ী করা যাবেনা। আওয়ামী লীগ বিজয়ী না হলে দেশ আবার পিছনের দিকে চলে যাবে। তাই শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষে আগামিতে দল নৌকার টিকেট যাকে দিবে তার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম রঙ্গুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সহ-সভাপতি নিজাম উদ্দিন, মতিয়ার রহমান, গোপাল চন্দ্র সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সবুর, নাজমূল হক তপন, আব্দুল আলীম দুলাল, যুবলীগের আহবায়ক মীর আহমেদ শাহীন, জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুর রহমান ফরিদ প্রমূখ।

(আরকেএসআর/এএস/জুন ০৯, ২০১৭)