নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় নওগাঁর বদলগাছীতে চলতি বোরো মৌসুমের চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় খাদ্যগুদামে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুসাইন শওকত।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারজানা পপি, সমবায় কর্মকর্তা লুৎফর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, ওসি এল এস ডি মোজাফ্ফর হোসেন লিখন, এ এস আই বাদল হোসেন প্রমুখ। চলতি মৌসুমে উপজেলার ২৪ জন মিলারের বিপরীতে ৩৪ টাকা কেজি দরে ৩৯৩ মেঃটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও মাত্র ৬ জন মিলার ১০৫ মেঃটন চাল দেয়ার চুক্তিপত্র করেছে বলে অফিস সূত্রে জানা গেছে।

(বিএম/এএস/জুন ১০, ২০১৭)