নিউজ ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের `টেকসই অবকাঠামোর জন্যে অর্থায়ন` বিষয়ক বিশেষ সম্মেলনে (রিট্রিট) বক্তব্য রাখবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি পিটার টমসনের আমন্ত্রণে আজ (সোমবার) থেকে শুরু হওয়া তিন দিনের এই বৈঠকে যোগ দিচ্ছেন তিনি। সম্মেলনে ড. রহমান তার বাস্তব অভিজ্ঞতালব্ধ মতামত তুলে ধরবেন।

পিটার টমসনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সরকারি কর্মকর্তা ছাড়াও উন্নয়ন অর্থায়ন বিশেষজ্ঞ এবং ব্যক্তিখাতের বিনিয়োগকারী, সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশ নেবেন।

বৈঠক শেষে ড. আতিউর রহমান ইউএনডিপির সদর দফতরে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিসের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের উদ্দেশ্যে `আর্থিক অন্তর্ভুক্তি ও মোবাইল আর্থিক সেবার ভূমিকা` বিষয়ে একটি বিশেষ বক্তৃতাও দেবেন।

(ওএস/এসপি/জুন ১২, ২০১৭)