বেরোবি প্রতিনিধি : হলের সিট দখলকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

রবিবার রাত সাড়ে ১২টার দিকে হলের সিট দখলকে কেন্দ্র করে এ হাতাহাতির ঘটনা ঘটে।

হল প্রশাসন সূত্র ও প্রত্যক্ষদর্শী জানায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এতে হলে আতংকের সৃষ্টি হয়।

পরে হলটির সহকারী প্রাধ্যক্ষ আপেল মাহমুদ, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোস্তফা মাহমুদ হাসান এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সহকারী প্রাধ্যক্ষ আপেল মাহমুদ বলেন, সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীরা বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতাহাতি হয়। তবে কেউ আহত হয়নি।

এ ব্যাপারে মুঠোফোনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখসিট দখল নিয়ে বেরোবি ছাত্রলীগের হাতাহাতি বলেন, নেতাকর্মীদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। বতর্মানে ঢাকায় অবস্থান করছি। ক্যাম্পাসে গিয়ে বিষয়টি মিমাংসা করা হবে।

(ওএস/এসপি/জুন ১২, ২০১৭)