নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার সকাল ৯টায় নওগাঁয় শিশুদের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস (২৬ জুন) উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা শিশু একামেডমীর সহযোগিতায় আগাম এই প্রতিযোগিতার আয়োজন করে।

জেলা শিশু একাডেমীতে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তারা হলো আবৃত্তি “ক” বিভাগে নুরে জান্নাত রিনতি প্রথম, আফিয়া তাহসীন দ্বিতীয় ও শুভমিতা রায় তৃতীয়, আবৃত্তি “খ” বিভাগে পারমিতা রায় প্রথম, নাদিয়া জামান দ্বিতীয় ও হিলেøাল সরকার অভ্র তৃতীয় স্থান লাভ করেছে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় “ক” বিভাগে মুক্তাদিরা খানম প্রথম, সুস্মিতা দাস শুষি দ্বিতীয় ও তাহসিন তৃতীয়, “খ” বিভাগে জান্নাতুন নুর প্রথম, আফিয়া ইবনাত অনুপা দ্বিতীয় ও নুরে জান্নাত রিনতি তৃতীয় এবং “গ” বিভাগে তাইয়্যেবা জান্নাত নাফিসা প্রথম, জাওয়াতা আদনান জয়া দ্বিতীয় ও নিলয় রায় তৃতীয় হয়েছে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান।

(বিএম/এসপি/জুন ১৩, ২০১৭)