গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের পূবাইলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী কনটেইনার ট্রেনের ইঞ্জিন ও ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।

বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পূবাইল কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ইতোমধ্যে ঢাকা ও আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

ঘটনাস্থলের পাশের কাইয়ুম এন্টারপ্রাইজের মালিক সারোয়ার হোসেন বলেন, ‘বুধবার ভোরে কলেজ গেট এলাকায় বিকট শব্দ শুনতে পাই। পরে এসে দেখি ট্রেন লাইনচ্যুত হয়েছে।’

ঢাকার কমলাপুর জংশনের রেল নিরাপত্তা বিভাগের এএসআই মো. ফরহাদ হোসেন বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে আমরা ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পাই। খবর পেয়ে ঢাকা এবং আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। অপর লাইন (ডাউন লাইন) দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ওই রুটে চলাচলকারী কোনো ট্রেন কোথাও আটকা নেই। এতে কেউ আহত হননি। প্রায় ১০০ ফুটের মতো লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

(ওএস/এএস/জুন ১৪, ২০১৭)