সুপ্রিয় সিকদার : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, নতুন ভ্যাট আইনে ভ্যাটের হিসেব রাখতে ব্যবসায়ীদের ইএসআর মেশিন লাগবে না। তিনি বলেন, আগামী ১ জুলাই থেকেই নতুন ভ্যাট আইন চালু হবে।

'ইএসআর মেশিন এখনো সাধারণ ব্যবসায়ীদের মধ্যে বণ্টন করা হয়নি, তাহলে কিভাবে জুলাই মাসের ১ তারিখ থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে ?' এক শিক্ষার্থীর করা এই প্রশ্নের উত্তরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী একথা বলেন।

বুধবার রাজধানীর কলাবাগানে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত বাজেট সম্পর্কিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ভ্যাটের হিসেব রাখার জন্য স্মার্ট ফোনের উপযোগী একটি আপস ডেভেলাপ করা হচ্ছে। ফলে ১ জুলাই থেকে ভ্যাটের হিসেবের জন্য ইএসআর মেশিনের প্রয়োজন হবে না। আপস দিয়েই ভ্যাটের হিসেব রাখা যাবে বলে উল্লেখ করে তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ডা. এ এম শামীম, সাবেক ইকোনোমিক্স বিরু পক্ষ পাল। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীরা।

এরআগে ব্যবসায়ীদের হিসাব রাখার সুবিধার্থে কেনা দামে ৫০ হাজার ইসিআর মেশিন দেওয়ার উদ্যোগ নিয়েছিল এনবিআর। প্রথম দফায় ১০ হাজার ইসিআর মেশিন সরবরাহের কথা ছিল। গত ফেব্রুয়ারি মাসে দরপত্র আহ্বান করলেও এখন পর্যন্ত ইসিআর আমদানি হয়নি। এনবিআরের সূত্রে জানা গেছে, চলতি জুন মাসের মধ্যে কোনোভাবেই ইসিআর দেওয়া সম্ভব হবে না।

অবশ্য ভ্যাট অনলাইন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মুহাম্মদ জাকির হোসেন এরআগে সাংবাদিকদের বলেছিলেন, ভ্যাট আইন বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত আমরা। ইতিমধ্যে মাঠপর্যায়ের কার্যালয়কে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। আশা করি ভ্যাট আইনটি ব্যবসায়ীদের আগের চেয়ে বেশি সুবিধা দেবে। কর প্রদান ব্যবস্থাও সহজ হবে।

(এসএস/অ/জুন ১৪, ২০১৭)