বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় চা-শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় বুধবার দুপুর দুটায় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আব্দুল্লাহ আল মামুন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা খাইরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডাঃ প্রনয় কুমার দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, ঠিকাদার আব্দুল জব্বার প্রমুখ। উপজেলার রশিদাবাদ, কেরামতনগর, রহমানিয়া, ছোটলেখা ও বাহাদুরপুর চা-বাগানের ২৫২জন চা-শ্রমিকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এদের প্রত্যেককে ৪৫ কেজি চাল, ৯ কেজি ডাল, ১৫ কেজি আটা, ৬ লিটার তেল, ১৫ কেজি আলু, ৬টা সাবান, ১টি শাড়ি ও ১টি করে লুঙ্গি দেওয়া হয়েছে।

(এলএস/এএস/জুন ১৫, ২০১৭)