স্পোর্টস ডেস্ক, ঢাকা : ইরানের বিপক্ষে মেসির জয়সূচক গোল এখনও সবার চোখে ভাসছে অতিরিক্ত সময়ে। গোল ও জয়ের জন্য সংগ্রামরত আর্জেন্টিনাকে আবারও বিপদমুক্ত করল তার পায়ের জাদু।

হতাশার সুর আর্জেন্টাইন বিস্ময় লিওনেল মেসির কণ্ঠে এ যাত্রা জিতে পার পেলেও দলের খেলা নিয়ে।

বেশ জোর দিয়েই জানালেন, বিশ্বকাপে তারা এখনও তাদের সম্পূর্ণ ক্ষমতা অনুযায়ী খেলতে পারেন নি। শনিবার ইরানের বিপক্ষে আর্জেন্টিনার যে সংকীর্ণ জয়, তারা এর চেয়ে ভালো ফুটবল খেলতে সক্ষম।

মেসি বলেন, আমরা গ্রুপে প্রথম, কিন্তু আমরা জানি এ পর্যায়ের খেলা ততটা ভালো হয়নি যতটা আমরা খেলতে পারি।

খেলায় ইরানের রক্ষণভাগের দেয়ালে কার্যত মাথাখুঁটে মরছিল ল্যাটিন আমেরিকান ফুটবলের অন্যতম কর্ণধারেরা। শেষ সময়ে ২০ গজ দূর থেকে নেওয়া মেসির শটে তারা কোনোমতে জয় পায়।

মেসির কথায়, ইরান খুব ভালো খেলেছে এবং আমরা রীতিমতো সংগ্রাম করছিলাম সামান্য ফাঁক-ফোকর বের করতে। তারপরও আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম।

আরও বলেন, ‘সৌভাগ্যবশত শেষে আমরা জিতেছি এবং পয়েন্ট পেয়েছি, কিন্তু আমাদের আরও উন্নতি করতে হবে।

বার্সেলোনা তারকা ও আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোর ভাষায়, এটা একটা মিরাকল যে আমরা জিতেছি!

(ওএস/পি/জুন ২৩,২০১৪)