মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মধ্যডিমাই গ্রামে পাহাড়ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৩টায় টিলা ধসে ঘরের উপর পড়লে তারা মাটি চাপা পড়েন। সকাল সাড়ে ৬টায় এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে।

উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আজাদ রহমান পাহাড় ধসে মাটিচাপায় মা-মেয়ের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, শনিবার রাতের টানা বৃষ্টি আর আকস্মিক পাহাড়ি ঢলে রাত সাড়ে ৩টায় মধ্যডিমাই (বতাউরা) গ্রামের মৃত আব্দুস সাত্তারের বসত ঘরে টিলা ধসে পড়ে। এতে তার স্ত্রী আফিয়া বেগম ও মেয়ে ফাহমিদা বেগম (১৩) মাটিচাপা পড়েন। রোববার সকাল সাড়ে ৬টায় এলাকাবাসী নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

এদিকে ডিমাই, বোবারথল, তেরাদরম, কাশেমনগর, বিওসি কেয়রিগুলসহ বিভিন্ন দুর্গম এলাকায় টিলা ধসে রাস্তা-ঘাট ব্লক হয়ে গেছে। সহস্রাধিক ঘর-বাড়ি ধসে পড়ার আশংকা রয়েছে।

(ওএস/এসপি/জুন ১৮, ২০১৭)