হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফরিদা ইয়াছমীন নামে এক নারী নিহত হয়েছেন। তবে তার স্বামী মোটরসাইকেল চালক আলহাজ্ব সাজু মিয়া দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।

সোমবার সকালে সুন্দরগঞ্জ পৌর শহরের কলেজ পাড়ার সাজু মিয়া মোটরসাইকেলযোগে স্ত্রী ফরিদাকে নিয়ে দিনাজপুর যাওয়ার সময় মীরগঞ্জ ভায়া সুন্দরগঞ্জ- পীরগাছা- রংপুর সড়কে মুছিরদীঘি নামক এলাকায় পৌঁছিলে একটি কুকুরের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই স্ত্রী ফরিদা মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাবীবুর রহমান বলেন, ফরিদা ইয়াসমীন মারা গেলেও তার স্বামী সাজু মিয়া সুস্থ আছেন।

(এইচআইবি/এএস/জুন ১৯, ২০১৭)