মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শ্যামলী পরিবহনের সুপারভাইজার লাভলু মিয়া (৩৫) নিহত হয়েছেন। এছাড়া দুই কর্মকর্তাসহ বাসের যাত্রী সাত সেনা সদস্য আহত হয়েছেন। তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ভোর রাত ৪.১০টায় উপজেলার পাকুল্যা ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, সার্জেন্ট আনোয়ার, কর্পোরাল রেজাউল, সবুজ আলী (১৮), মকবুল (১৮), রুবেল (১৮), নাছির উদ্দিন (১৮) ও শহিদুল (১৮)।

পুলিশ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১১-৫১৩৩) বাসের চালক সামনে থাকা মালভর্তি ট্রাককে (চট্ট মেট্রো-ট-১১-৬১৫৩) ওভারটেক করার সময় ধাক্কা লাগলে বাসের সামনের বাম পাশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুপারভাইজার লাভলু মিয়া মারা যান এবং সাত সেনা সদস্য গুরুতর আহত হন। পরে গোড়াই হাওয়ে ও মির্জাপুর থানা পুলিশ আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করে।

গোড়াই হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছেন। এছাড়া দুর্ঘটনা কবলিত বাসটি হাইওয়ে থানার হেফাজতে রেখেছেন বলে জানা গেছে। তবে গোড়াই হাওয়ে থানার পরিদর্শক খলিলুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলেই লাইন কেটে দেন।

মির্জাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, প্রশিক্ষণরত সেনা সদস্যদের বহনকারী শ্যামলী পরিবহনের বাসটি মির্জাপুরের পাকুল্যায় দুর্ঘটনা কবলিত হয়। এতে বাসের সুপারভাইজার নিহত এবং সেনা বাহিনীর দুই কর্মকর্তাসহ সাত সদস্য আহত হন।

(ওএস/এসপি/জুন ২০, ২০১৭)