চট্টগ্রাম প্রতিনিধি : রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার চট্টগ্রাম সিএমএম কোর্টে এ অভিযোগ দায়ের করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. এনামুল হক।

দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধিত ২০১৪) এর ৪ ও ৫ ধারায় এ অভিযোগ দায়েরের পর চট্টগ্রামের অতিরিক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ স ম শহীদুল্লাহ কায়সার বাদীর বক্তব্য শুনে তা আদেশের জন্য রেখেছেন।

অভিযোগে ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে গত রোববার রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়। এতে মির্জা ফখরুলসহ বেশ কয়েকজন আঘাতপ্রাপ্ত হন।

(ওএস/এসপি/জুন ২১, ২০১৭)