নাটোর প্রতিনিধি : নাটোরের হালসা বাগরুম গ্রামে ঝড়ের সময় গাছচাপা পড়ে শিল্পি বেগম নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ঝড়ের তাণ্ডবে তিনটি গ্রামের গাছ-পালা,বৈদ্যুতিক খুঁটি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক বাড়ি ঘর বিধস্ত হয়েছে। সোমবার রাতে নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের হালসা ,বাগরুম ও নিশ্চিন্তপুর গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়।

ঝড়ের তাণ্ডবে ওই তিনটি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্তত ২০ টি ঘর বাড়ি বিধস্ত এবং বৈদ্যুতিক খুঁটিসহ অসংখ্য গাছপালা ভেঙ্গে গেছে। ঝড়ের সময় বাগরুম গ্রামের আব্দুস সাত্তারের বাড়ির ওপর গাছ উপড়ে পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে সাত্তারের স্ত্রী শিল্পী বেগম ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য আয়নাল হোসেন গাছ চাপায় গৃহবধু শিল্পি খাতুন ঘটনাস্থলেই মারা যায়। এসময় তার দুই শিশু পুত্র অলৌকিকভাবে বেঁচে যায়।
ঝড় কবলিত এলাকায় পানের বরজ, আম সহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ায় ক্ষতিগ্রস্ত ওই তিনটি গ্রাম সহ আশেপাশের গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে ।
জেলা প্রশাসক জাফর উল্লাহ ঝড়ের সময় গাছ চাপায় এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে।

(এমআর/জেএ/এএস/জুন ২৪, ২০১৪)