হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া এলাকায় বুধবার দুপুর ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহি বাসের ধাক্কায় হাতুর মিয়া (৩৮) নামে এক হোটেল কর্মী নিহত হয়েছে। হাতুর মিয়া ওই উপজেলার নাকাইহাট ইউনিয়নের রথের বাজার এলাকার বজলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে বালুয়া এলাকায় হাতুর মিয়া হেঁটে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুত গতির একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

(এইচআইবি/এএস/জুন ২১, ২০১৭)