নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : সিএনজি চালকদের হত্যা করে সিএনজি অটোরিক্সা ছিনতাইকারী আন্তঃজেলা ছিনতাই চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব।

গ্রেফতারকৃতরা গোপালপুরে সিএনজি চালক মামুনকে গলাকেটে হত্যা করে তার সিএনজি নিয়ে পালিয়ে যায়। নিহত মামুন সাতকুড়িয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। গত ১৫ জুন ভোরে নবগ্রাম মধ্যপাড়া হেমনগর পুলিশবক্স হতে ২০০ গজ সামনে সিএনজি চালক মামুনের মৃতদেহ উদ্ধার করে গোপালপুর থানা পুলিশ। পরে টাঙ্গাইল র‌্যাব ১২ কোম্পানী কমান্ডার বীনা রাণী দাস বুধবার রাতে গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের এক নারীসহ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, সুমন ওরফে পাইলট (৩৫), সাহিদা বেগম (৩৫), অপু (২৪), আনিছুর রহমান (২৫), আমিনুল ইসলাম (৩২)। তাদের সকলের বাড়ি গোপালপুর উপজেলার বিভিন্ন গ্রামে। গ্রেফতারকৃতরা গোপালপুরের সিএনজি চালক মামুনকে হত্যা করে সিএনজি ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে জবাববন্দি দিয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

(এনইউ/এসপি/জুন ২২, ২০১৭)