নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁর সাপাহারে মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মানী ভাতা ক্ষুদ্র নৃ-গোষ্টী আদিবাসীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আদিবাসী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তির সাড়ে ৫লাখ টাকা, এবং দুস্থ্য অসহায় পরিবারের মাঝে ২০টি সেলাই মেশিন এবং ঐচ্ছিক তহবিল থেকে ৭৮ হাজার টাকা ২৭ জনের মাঝে এবং বজ্রপাতে নিহত দু’টি পরিবারের মাঝে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা বিতরন করা হয়। এছাড়া মসজিদ ও ঈদগাহ্ সংস্কারের জন্য ১লাখ ২০ হাজার টাকা বিতরণ করেন সাধন চন্দ্র মজুমদার এমপি।

অপরদিকে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে বিনামূল্যে (১) কমবাইনহারবেষ্ট্রর (২) রিপার (৩) সিডার (৪) রাইসটান্সপ্লাস্টার ও (৫) থেসার সহ মোট ৫টি কৃষিযন্ত্রাংশ পাহাড়ীপুকুর আই এফ এম কৃষক সংগঠনে দেয়া হয়। যার মূল্য প্রায় ২২ লাখ টাকা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী মাষ্টার, উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পাভেজ বসুনিয়া, কৃষিকর্মকর্তা এ এফ এম গোলাম ফারুক হোসেন, মুক্তিযোদ্ধ কমান্ডার আলহাজ্ব ওমর আলী, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, সমাজসেবা অফিসার রেজুয়ানুল হক, থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুল আলম শাহ প্রমুখ।

(বিএম/এএস/জুন ২২, ২০১৭)