টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক এর নেতৃত্বে আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগি সংগঠনের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে খন্ড খন্ড মিছিল টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হয়ে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উদ্যানে সমাবেশ করে।

সমাবেশে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৫ আসনের এমপি আলহাজ্ব ছানোয়ার হোসেনসহ জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

(এনইউ/এসপি/জুন ২৩, ২০১৭)