ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে মাথা পিষ্ট হয়ে দুই মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের ফার্ম পাড়া এলাকায়। নিহত মোটর সাইকেল আরোহীরা হলেন, আশরাফুল ইসলাম (২৫) ও শিপন (২৩)। আশরাফুল পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার আরপি পাড়া গ্রামের হাসিবুর রহমানের ছেলে। অপরজন শিপন একই এলাকার খলিলুর রহমানের ছেলে বলে জানা গেছে। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায় জানায়, দাশুড়িয়াতে দাওয়াত খাওয়ার জন্য ৬/৭টি মোটর সাইকেল নিয়ে দ্রুত গতিতে একটি বহর নিয়ে আসছিল। বহরের অন্যরা এদেরে পেছনে ফেলে চলে গেলেও এই আরোহী দ’ুজনের মোটর সাইকেল পেছনে পড়ে। বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় দাশুড়িয়া-মূলাডুলি মহাসড়কের ফার্ম পাড়া এলাকায় তাদের মোটর সাইকেল দুর্ঘটনায় পতিত হয়।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গনেশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা শিকার করে জানান, আরোহীদের মাথা মহসড়কের সাথে থেঁতলে যাওয়ায় তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তবে, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি সূত্র ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দু’জনেরই মাথার খুলি থেঁতলে মগজ বের হয়ে গেছে। ট্রাক বা বাসের চাকার নীচে পড়লেই সাধারণত এভাবে মাথা পিষ্ট হয় বলে তিনি জানিয়েছেন। ওই এলাকায় জনবসতি না থাকায় এবং দুপুরের ঘটনার সময় কেউ না থাকায় ট্রাক বা বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে তিনি ধারণা করছেন।

ইতোমধ্যেই লাশ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

(এসকেকে/এএস/জুন ২৯, ২০১৭)

প্রতিনিধি :