স্টাফ রিপোর্টার : সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশ শেষে আগামীকাল (২ জুলাই) রবিবার থেকে খুলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কোর্ট খোলার দিন থেকে শুরু হবে আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম।

সুপ্রিম কোর্ট খোলার পর থেকে আইনজীবী, মক্কেল এবং মামলার ভিকটিমদের পদচারণায় মুখরিত হবে সুপ্রিম কোর্ট অঙ্গন।

গত ৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশের কারণে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময়ে জরুরি বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চেম্বার কোর্ট এবং সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। এসব আদালতে অবকাশের সময় বিভিন্ন মামলা শুনানি ও নিষ্পত্তি হয়েছে।

(ওএস/এসপি/জুলাই ০১, ২০১৭)