দিনাজপুর প্রতিনিধি : ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৬২তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গতকাল দিনাজপুরে শহীদ সিদু-কানু-চাঁদ ও ভৈরবের  স্মৃতিস্তম্ভে বাংলাদেশ আদিবাসী সমিতি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের নিমনগর বালুবাড়ীস্থ সাঁওতাল মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ আদিবাসী সমিতি কেন্দ্রীয় কমিটির আয়োজনে শহীদ সিঁদু-কাঁন-চাঁদ-ভৈরব সহ ২৫ হাজার সাঁওতাল বিদ্রোহী নেতাকর্মীর স্মরনে স্থাপিত স্মৃতি¯Íম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। এ সময় আদিবাসী নেতারা স্মরন করেন বৃটিশ সাম্রাজ্যবাদ ও তাদের কর্তৃক সৃষ্ট জমিদার,মহাজন,দালাল গোষ্ঠির বিরুদ্ধে আন্দোলনকারী সিঁদু-কাঁনু,চাঁদ,ভৈরবসহ ২৫ হাজার নেতাকর্মীদের।

শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংÿিপ্ত আলোচনায় বক্তারা বলেন,তাদের আত্বত্যাগ আমাদের অনেক পথ পাড়ি দিতে সহায়তা করছে কিন্তু আজো আমরা স্বাধীন হতে পারিনি। এখনো আমাদের প্রতি বৈষম্যমুলক আচরন চলছে,নির্যাতন নিপিড়নের মাধ্যমে ভুমিসহ জোবরদখল করে নেয়া হচ্ছে। আমরা চাই শিÿা-কর্মে সমান অধিকার,জলে-স্থলে,পাহার- সমতলে মানুষ হিসেবে চলাফেরার পুনাঙ্গ স্বাধীনতা। আমাদের পরিবার পরিজনদের উপর অন্যায় অত্যাচার সিঁদু-কানুদের মত ঐক্যবদ্ধ হতে হবে।

বাংলাদেশ আদিবাসী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশ্বনাথ সিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা আরিফ খাঁন জাই।

অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি জায়েদ ইকবাল খাঁন জাই,উপদেষ্টা আনোয়ার আলী সরকার,বাংরাদেশ আদিবাসী সমিতির সহ-সভাপতি জুলিয়াস মুরমু, বাংলাদেশ আদিবাসী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অমলী কিসকু,আদিবাসী নেতা কুন্ডা হেম্ব্রম,লাল চাঁন সিং প্রমুখ।


(এন/এসপি/জুলাই ০১, ২০১৭)