স্টাফ রিপোর্টার : গাড়ি পোড়ানো ও বোমা নিক্ষেপ করে নাশকতা সৃষ্টির অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাত মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

জামিন সংক্রান্ত আবেদনের শুনানি করে রবিবার হাইকোর্টের বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিতবেঞ্চ এই আদেশ দেন।

আদালতে বুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন; সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব ও অ্যাডভোকেট সানজিদ সিদ্দিক। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।

পরে আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব জানান, ২০১৫ সালে নাশকতার অভিযোগে বুলুর বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় চারটি, মতিঝিলে একটি মোহাম্মাদপুর ও শেরে বাংলা নগর থানায় দুটিসহ এই সাতটি মামলা করা হয়। এছাড়াও বুলুর বিরুদ্ধে আরও ৫৪টি মামলা রয়েছে বলে জানান তিনি।

(ওএস/এসপি/জুলাই ০২, ২০১৭)