স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান রূপালী ব্যাংকের শেয়ার কিনতে পারছেন না বিনিয়োগকারীরা।

যেসব বিনিয়োগকারীদের কাছে প্রতিষ্ঠানটির শেয়ার আছে তাদের কেউ শেয়ার বিক্রি করতে রাজি হচ্ছেন না। ফলে ক্রেতা থাকলেও রূপালী ব্যাংকের শেয়ারের কোনো বিক্রেতা নেই।

রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশিত তথ্য অনুযায়ী, রূপালী ব্যাংকের শেয়ার লেনদেন শুরু হয় ২৮ টাকা ৫০ পয়সা দরে। এই দামে তিন হাজার শেয়ার ক্রয়ের আবেদন জমা পড়ে। তবে কেউ এই দামে শেয়ার বিক্রি করতে রাজি হননি। এরপর ২৮ টাকা ৬০ পয়সা দরে তিন হাজার শেয়ার ক্রয়ের আবেদন আসে। কিন্তু এ দামেও কেউ শেয়ার বিক্রি করতে রাজি নন।

এরপর কয়েক দফা দাম বেড়ে দুপুর ১টার দিকে ৩০ টাকা ৫০ পয়সা দরে ৬০ হাজার ৫৭৪টি শেয়ার ক্রয়ের আবেদন জমা পড়ে। কিন্তু এই বাড়তি দামেও কোনো বিনিয়োগকারী তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করতে রাজি হননি। ফলে রূপালী ব্যাংকের শেয়ার বিক্রেতা শূন্য রয়ে গেছে।

চলতি বছরের প্রথম অর্ধে (জানুয়ারি-জুন) রূপালী ব্যাংকের পরিচালন মুনাফায় বড় ধরণের উল্লম্ফন ঘটেছে এমন তথ্যের ভিত্তিতে রূপালী ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।

শেয়ারবাজারে গুঞ্জন রয়েছে ২০১৬ সালের প্রথমার্ধে মাত্র ৩৫ কোটি টাকার পরিচালন মুনাফায় থাকলেও চলতি বছরের জুন পর্যন্ত ব্যাংকটির পরিচালন মুনাফা ২৬০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

(ওএস/এসপি/জুলাই ০২, ২০১৭)