মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দর্শকপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার দুপুর বারোটার দিকে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এনটিভি’র বর্ষপূর্তির কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন (এমপি)।

মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট (মৌলভীবাজার জেলা ) এস এম উমেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযুদ্ধা,সাবেক গণপরিষদ সদস্য ও মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, টিভিজার্নালিস্ট এসোসিএশনের সভাপতি এ্যাডভোকেট রাধাপদ দেব সজল, প্রেসক্লাবের সহ-সভাপতি ছড়াকার আব্দুল হামিদ মাহবুব।

পরে বর্ষপূর্তির বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে এনটিভি পরিবারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন এনটিভি শুরু থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে দেশে-বিদেশে অগণিত মানুষের জনপ্রিয়তা অর্জন করেছে। ১৫ তম বর্ষপূর্তিতে এনটিভি’র সকল সাংবাদিক, কলাকুশলীর সমন্বয়ে দৃঢ় প্রত্যয়ে তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা মনে করেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, দৈনিক বাংলার দিন সম্পাদক বখসী ইকবাল, দিপ্ত টিভি জেলা প্রতিনিধি বখসী মিছবাহুর রহমান, বাসস জেলা প্রতিনিধি ডা: ছাাদিক আহমদ, দি ঢাকা ট্রিবিউন প্রতিনিধি রজত কান্তি গোস্বামী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দা সানজিদা সারমিন, রেডিও পল্লী কন্ঠের আলামিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, নিউজ টুডে প্রতিনিধি মো: মোস্তফা, বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ গৌসুল হোসেন, বাংলা ট্রিবিউন প্রতিনিধি সাইফুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, দৈনিক বাংলা৭১ পত্রিকার জেলা প্রতিনিধি ও রেডটাইমস বিডির ষ্টাফ রিপোর্টার আব্দুল কাইয়ুম, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি শাহেদ আহমদ, দৈনিক মৌমাছি কন্ঠের প্রতিনিধি তানভীর আঞ্জুম আরিফ, যুব সংস্থার সভাপতি আলিম উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(একে/এএস/জুলাই ০৩, ২০১৭)