স্টাফ রিপোর্টার : বয়লার দুর্ঘটনা এখন নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বারবার নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও সুরক্ষা তাগিদের পরও এ ধরনের দুর্ঘটনা ঘটেই চলছে। এটা প্রমাণ করে যে কর্তৃপক্ষের যথেষ্ট অবহেলার কারণে বয়লার বিস্ফোরণের মতো ঘটনা ঘটেই চলেছে।

এমন অভিযোগ তুলে ধরেছে শ্রমিক নিরাপত্তা ফোরাম ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক নামের দুইটি সংগঠন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বয়লার বিস্ফোরণে শ্রমিকদের পাশাপাশি পথচারী ও প্রতিবেশীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কল-কারখানা পরির্দশনের ব্যবস্থা আরও জোরদারের দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, সোমবার সন্ধ্যায় কাশিমপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস লিমিটেড বয়লার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শ্রকিমদের চিকিৎসা ও ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি শ্রম আইন বাস্তবায়নে কার্য্কর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। অন্যদিকে মিরপুরে ডিওএইচএস ১১ বছরের গৃহশ্রমিক সাবিনা আক্তার এবং পরিবাগে রহিমা আক্তার বেবীকে নির্যাতনের ঘটনায় তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে শ্রমিক নিরাপত্তা ফোরাম ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জুলাই ০৪, ২০১৭)