স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডি এলাকার সকল অবৈধ স্থাপনা আগামী ১০ মাসের মধ্যে সরিয়ে ফেলার জন্য নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে, আবাসিক এলাকার মধ্যে স্থাপিত সকল বাণিজ্যিক স্থাপনাও এই সময়ের মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী অ্যডভোকেট এবিএম আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ সংক্রান্ত ২৩৩টি রিটের পরিপ্রেক্ষিতে বুধবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

এবিএম আলতাফ হোসেন বলেন, মূলত হলি আর্টিজান হামলার পর রাজধানীর বিভিন্ন এলাকায় অনুমতিবিহীন হোটেল ও স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছিল প্রশাসন। এই নির্দেশনার বিরুদ্ধে ২০১৬ সালে রিট আবেদন করেছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের ২৩৩ মালিক। ওই রিটের পরিপ্রেক্ষিতে এসব এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম স্থগিত ছিল। এরই ধারাবাহিকতায় আজ রিটগুলো খারিজ করেন। রায়ে ১০ মাসের মধ্যে স্থাপনাগুলো সরানোর নির্দেশ দেওয়া হয়।

(ওএস/এসপি/জুলাই ০৫, ২০১৭)