স্টাফ রিপোর্টার : হাজারীবাগের ট্যানারি শ্রমিকদের পুনর্বাসন ও কল্যাণে ব্যয় করতে ৫০ হাজার টাকা করে এককালীন জমা দেয়ার নির্দেশনা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ৭ দিনের মধ্যে শ্রম মন্ত্রণালয়ে এই টাকা জমা দিতে বলা হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১২ পৃষ্টার এ রায় প্রকাশ করা হয়। রায় প্রকাশ হওয়ার পরে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, ৭ দিনের মধ্যে ৫০ হাজার টাকা করে জরিমানা হাজারীবাগে ট্যানারি অপসারণ সংক্রান্ত আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে।

পুর্ণাঙ্গ রায়ে ৭ দিনের মধ্যে ১৫৫টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫০ হাজার টাকা শ্রম মন্ত্রণালয়ের কাছে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। উক্ত অর্থ ট্যানারি শ্রমিকদের কল্যাণে ব্যয় করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে ট্যানারি বন্ধের দিন পর্যন্ত যে সব শ্রমিক কর্মরত ছিল তাদের মজুরি এক মাসের মধ্যে পরিশোধ করতেও বলা হয়েছে।

(ওএস/এসপি/জুলাই ০৫, ২০১৭)