নিউজ ডেস্ক : এশিয়া রেসপনসিবল এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড (এরিয়া) পেয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। সমন্বিত বালাই ব্যবস্থাপনা ক্লাব প্রকল্পের আওতায় টেকসই কৃষি শিক্ষার মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন করার জন্য ‘সামাজিক ক্ষমতায়ন’ ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

এ মাসের শুরুতে থাইল্যান্ডে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিএটিবির নন-এক্সিকিউটিভ ডিরেক্টর কে এইচ মাসুদ সিদ্দিকী এবং রেগুলেটরি অ্যাফেয়ার্স ম্যানেজার আনোয়ারুল আমিনের হাতে এই সম্মাননা তুলে দেয় এন্টারপ্রাইজ এশিয়া কর্তৃপক্ষ।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৫ সাল থেকে কৃষি সম্প্রসারণ অধিদফতরের সঙ্গে যৌথভাবে সমন্বিত বালাই ব্যবস্থাপনা ক্লাব (আইপিএম ক্লাব) কার্যক্রম পরিচালনা করে আসছে বিএটিবি। সকল প্রকার ফসল উৎপাদনে নানান রকম কৌশল প্রয়োগ, ফসল ও পরিবেশ রক্ষায় কীটনাশকের বিকল্প জৈবিক উপাদান ব্যবহারসহ সকল বিষয়ে কৃষকদের শিক্ষা দেয়া এবং উৎসাহিত করার উদ্দেশে এই প্রকল্প পরিচালনা করা হয়।

(ওএস/এএস/জুলাই ০৬, ২০১৭)