ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর বিরুদ্ধে মাছ লুটের অভিযোগে যুবলীগ নেতার মামলা দায়েরের ঘটনায় বৃহস্পতিবার ঈশ্বরদীতে পাল্টাপাল্টি মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পৌর চত্বরে সকাল সাড়ে দশটায় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের যৌথ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এসময় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, কাউন্সিলর ও প্যানেল মেয়র সাঈদ হাসান শিমূল।

মানববন্ধনে, কাউন্সিলর কামাল হোসেন, আবুল হাশেম, আমিনুর রহমান, ইউসুফ প্রধান, কামাল আশরাফি, ফিরোজা বেগম, রহিমা খাতুন, ফরিদা বেগম, পৌর সচিব জহুরুল হকসহ পৌর কর্মচারী পরিষদের নের্তৃবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এসময় মেয়রের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ষড়যন্ত্র মূলক দাবী করে অবিলম্বে মামলা প্রত্যাহরের দাবী জানানো হয়।

এদিকে পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব আহুত মানববন্ধন পোষ্টঅফিস মোড়ে একই সময়ে অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা রুহুল কুদুস, ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ মন্ডল, রনি মালিথা প্রমূখ।

বক্তরা, মাছ লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় মেয়র মিন্টুকে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

(এসকেকে/এসপি/জুলাই ০৬, ২০১৭)