স্টাফ রিপোর্টার : সম্প্রতি রাজধানী ঢাকায় ভাইরাসজনিত জ্বর চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে এ জ্বর নিয়ে প্রতিনিয়তই ভিড় করছেন। ফলে চিকুনগুনিয়ার ভাইরাস বাহক এডিস মশা তাড়াতে লোকবল বৃদ্ধি করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

জানা গেছে, ডিএসসিসিতে অস্থায়ী ভিত্তিতে ১০৮ জন মশক নিধনকর্মী নিয়োগ দেয়া হয়েছে। যারা মশক নিধন বিষয়ক যাবতীয় কার্যক্রম চালাচ্ছেন।

এ ছাড়া চিকুনগুনিয়ার বাহক এডিস মশা প্রতিরোধে নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাউদ্দিন।

এদিকে আজ শুক্রবার রাজধানীর শতাধিক মসজিদে ইমামের মাধ্যমে সর্তক বার্তা ও নগরীতে লিফলেট বিতরণ করা হবে। এ ছাড়া আগামীকাল শনিবার ১০টি স্কুলে ক্যাম্পেইন করে নগরবাসীকে সচেতন করা হবে।

(ওএস/এএস/জুলাই ০৭, ২০১৭)