নিউজ ডেস্ক : সামুদ্রিক ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের জরুরি ত্রাণ সহায়তা হিসেবে বাংলাদেশকে ১০ লক্ষ ইউরো সহায়তা দিচ্ছে ইউরোপীয় কমিশন (ইইউ)। এছাড়া মিয়ানমার পাবে পাঁচ লক্ষ ইউরো। গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছে ইউরোপীয় কমিশন।

ইইউ`র সংকট ব্যবস্থাপনা ও মানবিক সহায়তাবিষয়ক কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানাইডস বলেন, ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ ও মিয়ানমারের হাজার হাজার মানুষের মানবিক সহায়তার প্রয়োজন। এই পরিবারগুলো বসতবাড়ি, সহায়-সম্বল এবং অনেক ক্ষেত্রে আয়ের উৎস হারিয়েছে। ক্ষতিগ্রস্তদের ওই কঠিন সময়ে টিকে থাকতে ইইউর নতুন সহায়তা ভূমিকা রাখবে।

উল্লেখ্য গত ৩০ মে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় মোরা। সরকার আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণ করায় হতাহতের সংখ্যা তেমন না হলেও সহায় সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সরকারি হিসেব মতে এই প্রাকৃতিক দুর্যোগে উপকূলের ১৬ জেলার ৩১টি উপজেলায় মোট ৫৪ হাজার ৪৮৯ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির শিকার হয়েছেন দুই লাখ ৮৬ হাজার ২৪৫ জন। ঝড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা প্রায় ২০ হাজার। আংশিক ক্ষতিগ্রস্তের সংখ্যা প্রায় ৪০ হাজার।

(ওএস/এসপি/জুলাই ০৭, ২০১৭)