স্টাফ রিপোর্টার : সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোডের রেল ভবনের নিচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফায়ার কর্মীরা বলছেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তা ছড়িয়ে যাওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসলেও একটি ইউনিটের কাজ করেছে।

এদিকে চারপাশে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। তবে বন্ধের দিন থাকায় তেমন কোনো আতঙ্ক ছড়ায়নি বা বেশি ক্ষয়ক্ষতি হয়নি। রেলমন্ত্রী মুজিবুল হক অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. তানহারুল ইসলাম জানান, সকাল ১০টা ৪৫ মিনিটে আগুনের খবর পাই। গিয়ে দেখি নিচতলায় ট্রান্সফরমারের উপর দিয়ে একটি বেজি পারাপার হওয়ার সময় শট সার্কিট থেকে আগুন লাগে। মাত্র ১০ মিনিটে আমরা কাজ শেষ করি।

(ওএস/এসপি/জুলাই ০৭, ২০১৭)