দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে গতকাল শনিবার একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কলেজ অডিটরিয়ামে অধ্যক্ষ মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, বিশেষ অতিথি উপজেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান মিল্টন, প্রভাষক মো. গোলাম কিবরিয়া, প্রভাষক এবিএম মাহাবুব আলম, প্রভাষক মো. আব্দুল কাদের রহমানী, প্রভাষক মো. মোকাররম হোসেন বিদ্যুৎ, ছাত্রলীগের মানিক সরকার নীল, শাহাজালাল সাগর, মিল্টন সরকার মুন্না, ওমর ফারুক, হাবিবুর রহমান রনি, মেহেদী হাসান প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে ছাত্রলীগের পক্ষ থেকে কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদেরকে রজনী গন্ধা ফুলের ছড়ি দিয়ে বরণ করে নেওয়া হয়।

(এসিজিজেএ/এসপি/জুলাই ০৮, ২০১৭)