গাইবান্ধার চরাঞ্চলে তৃতীয় দিনেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান
হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : জঙ্গি আস্তানার খোঁজ, তালিকাভুক্ত আসামি ও নৌ ডাকাত গ্রেফতারে তৃতীয় দিনের মত গাইবান্ধার সাঘাটা উপজেলার চরাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শেষ হয়েছে। তবে এ অভিযানেও জঙ্গি আস্তানার সন্ধান বা কাউকে আটক করতে পারেনি তারা।
শনিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া অভিযান চলে সকাল ৮টা পর্যন্ত। ২ ঘন্টা গাইবান্ধার দিঘলকান্দি চরসহ কয়েকটি চরে এ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু কোথাও কিছু না মেলায় অভিযান শেষ করা হয়।
অভিযানের নেতৃত্ব থাকা গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. মইনুল হক বলেন, জঙ্গি আস্তানার সন্ধান ও তালিকাভুক্ত মামলার আসামি গ্রেফতার এবং নৌডাকাতি প্রতিরোধে চরাঞ্চলে এ অভিযান চালানো হয়। কিন্তু অভিযানে জঙ্গি আস্তানা বা কোনও জঙ্গি পাওয়া যায়নি। ফলে অভিযান শেষ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। এরপর সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে অভিযান চালানো হবে। অভিযানে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, ফুলছড়ি থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের ৫০ জন সদস্য অংশ নেয়।
উল্লেখ্য, গত ৪ জুলাই প্রথমদিন সদর উপজেলার মোল্লারচর ও কামারজানি ৬ জুলাই দ্বিতীয় দিন ফুলছড়ি উপজেলার ফজলুর ও ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি, তালতলা ও খাটিয়ামাড়িসহ বিভিন্ন চরে অভিযান চালায় আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী।
(এইচআইবি/এএস/জুলাই ০৮, ২০১৭)