মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার শহরে হিজড়াদের উৎপাত কিছুতেই থামছেনা, দিনদিন বেড়েই চলেছে তাদের উৎপাত। কর্তৃপক্ষের উদাসিনতায় হিজড়ারা আরো বেপরওয়া হয়ে উঠছে দিনদিন। এবার শহরের পৌর এলাকার চাঁদনীঘাট ব্রীজের উপর বরযাত্রীর গাড়ীর বহর আটকিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে হিজড়াদের একটি সংঘবদ্ধ দল।

জানা যায় সোমবার সন্ধার দিকে জেলার রাজনগর উপজেলা থেকে বড়যাত্রীবাহী ৭-৮টি গাড়ী শহরমূখী হয়ে চাঁদনীঘাট ব্রীজে পৌছামাত্র হিজড়ারা গাড়িগুলো আটকিয়ে চাঁদা দাবি করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচিয়ে সড়কজুড় এক দীর্ঘ জানজট সৃষ্টি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার ট্রাফিক পুলিশের সার্জেন্ট এসআই আবুল কালাম জানান, দীর্ঘ জানজট দেখে প্রথমে চাঁদনীঘাট ব্রীজ এলাকায় পৌছে দেখি হিজড়ারা ৭-৮টি বড়যাত্রীবাহী গাড়ী আটকিয়ে চাঁদা দাবি করছে, পরে তাদেরকে সেখান থেকে সরানোর চেষ্টা করলে তাঁরা আমার দিকে তেড় এসে শরীরের কাপড়চোপড় খোলা শুরু করে। পরে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে সড়কটি জানজটমুক্ত করি। এদিকে হিজড়াদের উৎপাত দিনে কিংবা রাতে সবসমই সমান তালে চলে। কয়েকমাস যাবত বড় বড় শর্পিমল থেকে শুরু করে শহরের হোটেল,রেস্তুরা ও কাপরের বিপণী বিতানগুলিতে তাদের উৎপাতে ব্যবসায়ীরা ঠিকমত ব্যবসা করতে পারছেননা । হঠাৎ সংঘবদ্ধ হয়ে টাকা দাবি করে বসে ব্যবসায়ীদের হেনাস্থা করে তাঁরা। ব্যবসায়ীরাও আত্মসম্মান রক্ষার্থে অনেক সময় টাকা দিয়ে তাদের বিদায় করতে বাধ্য হন।

(একে/এএস/জুলাই ১০, ২০১৭)