স্টাফ রিপোর্টার : নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা আরও পাঁচ মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো.রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জামিনের নির্দেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার সাকিব মাহবুব ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

২০১৫ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর থানায় দু’টি, বিমানবন্দর, মুগদা ও শেরেবাংলা নগর থানায় একটি করে মামলা দায়ের করা হয়।

এদিকে, বুলুর বিরুদ্ধে করা অর্ধশতাধিক মামলার মধ্যে হাইকার্ট থেকে এখন পর্যন্ত মোট ১৭টি মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন তিনি।

আইনজীবী সাকিব মাহবুব বলেন, বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে নাশকতার মোট ৫৪টি মামলা রয়েছে। ২০১৫ সালে হরতাল-অবরোধ চলাচলে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় এসব মামলা হয়। গত ১৮ মে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে ৩১টি মামলায় জামিনের আবেদন করেন বুলু। তবে সে সময় তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলামের আদালত।

(ওএস/এসপি/জুলাই ১১, ২০১৭)