সিরাজগঞ্জ প্রতিনিধি : ব্যবসায়ীদের উপর হামলা, দোকান-পাট ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সিরাজগঞ্জ বড় বাজার ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার বেলা ১২টার দিকে শহরের এসএস রোডে বড় বাজারের সামনে সিরাজগঞ্জ বড়বাজার ব্যবসায়ী সমিতির উদ্যেগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি হাজী আবু সামা, সহ-সভাপতি হাজী আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক জিন্না সরদার, যুগ্ম সম্পাদক বাদল ঘোষ, সহ-সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন, উৎপল সাহা, প্রচার সম্পাদক নুপুর পাল, কোষাধ্যক্ষ মফিজ আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন কালা চাঁন, জেলা হকার্স সমিতির সভাপতি ইসমাইল হোসেন দুলু, আব্দুল মজিদ, শহিদুল ইসলাম তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ জুন সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধান গড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ চলাকালে একদল সন্ত্রাসী শহরের বিভিন্ন স্থানে দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ী সমিতি এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
(ওএস/এএস/জুন ২৫, ২০১৪)