স্টাফ রিপোর্টার : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার বাদ জুমা সুপ্রিম কোর্ট চত্বরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা উপস্থিত ছিলেন।

জানাজায় অংশ নেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ন, আব্দুল বাসেত মজুমদারসহ আইনজীবী নেতারা।

বাদ আছর পরবর্তী জানাজা শেষে তাকে রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহিদুল ইসলাম ঝিনুক।

বিচারপতি আনোয়ারুল হক ১৩ জুলাই বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

(ওএস/এসপি/জুলাই ১৪, ২০১৭)