ঠাকুরগাঁও প্রতিনিধি : ফরমালিনের অজুহাতে হয়রানী বন্ধসহ ৮ দফা দাবিতে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে বিক্ষোভ মিছিল, ইউএনও অফিস ঘেরাওসহ প্রশাসনের নিকট স্মারকলিপি দিয়েছে ক্ষুব্ধ ফল ব্যবসায়ী সমবায় সমিতি ও আম ব্যবসায়ী সমিতি। বুধবার দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে ইউএনও অফিস ঘেরাও করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখারুল ইসলাম খন্দকারের কাছে স্মারকলিপি দেন তারা।
এতে উল্লেখ করা হয়, পীরগঞ্জ উপজেলায় আম চাষের বিপ্লব ঘটেছে। এখানকার ফল ব্যবসায়ীরা নিয়ম মেনেই অত্যন্ত পরিচ্ছন্ন ভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমান মৌসুমে আম/ফল বাজারজাত করার জন ̈ ঢাকাসহ বিভিন্ন এলাকায় পরিবহন যোগে কাচা আম প্রেরণের সময় রাস্তায় গাড়ি থামিয়ে ফরমালিনের অজুহাতে ব্যবসায়ীদের হয়রানী, জরিমানা আদায়সহ ফল নষ্ট করে দেওয়া হচ্ছে। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও আম চাষীরা। এ অবস্থা থেকে পরিত্রাণ চান ফল ব্যবসায়ী ও চাষীরা।।
(জেএবি/এএস/জুন ২৫, ২০১৪)