‌মে‌হেরপুর প্র‌তি‌নি‌ধি : "মাছ চা‌ষে গড়‌বো দেশ, বদ‌লে দেব বাংলা‌দেশ" প্রতিপা‌দ্যে মে‌হেরপু‌র  জাতীয় মৎস সপ্তাহ ২০১৭ পা‌লিত হ‌চ্ছে।

আজ বুধবার সকাল সা‌ড়ে ৯টায় জেলা প্রসাশক এর কার্যাল‌য়ের সাম‌নে থে‌কে এক‌টি বর্ণাঢ্য রালি বের করা হয় র‌্যালি‌টি প্রধান সড়ক হ‌য়ে জেলা শিল্পকলা একা‌ডেমীর সাম‌নে গি‌য়ে শেষ হয়। প‌রে জেলা শিল্পকলা একা‌ডেমী হলরু‌মে জেলা প্রসাশক প‌রিমল সিং‌হের সভাপ‌তি‌ত্বে দিবস‌টির উ‌দ্বোধ‌নী আ‌লোচনা সভা শুরু হয়।

অনুষ্ঠান‌ে বক্তব্য রা‌খেন প্রধান অ‌তি‌থি মে‌হেরপুর ১ আস‌নের মাননীয় সংসদ সদস্য ফরহাদ হো‌সেন, বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মে‌হেরপুর পৌর মেয়র মাহ‌ফিজুর রহমান রিটন, জেলা কৃ‌ষি সম্প্রসারন অ‌ধিদপ্ত‌রের উপপ‌রিচালক মোস্তা‌ফিজুর রহমান, জেলা মৎস কর্মকর্তা ড. নাজমুল হাসান, অ‌তি‌রিক্ত জেলা প্রসাশক মান্নাফ কবীর, খামার ব্যবস্থাপক ড. আসাদুজ্জামান, সদর উপ‌জেলা সি‌নিয়র মৎস কর্মকর্তা জা‌কির হো‌সেন প্রমুখ। জেলার বি‌ভিন্ন গ্রাম থে‌কে মৎস চা‌ষিরা র্য‌লি ও আ‌লেচনা সভায় অংশ গ্রহন ক‌রেন।

(এমআইএম/এসপি/জুলাই ১৯, ২০১৭)