স্টাফ রিপোর্টার : রাজধানীর কদমতলী থেকে ধর্ষণের পর হত্যা মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিনগত রাতে কদমতলী থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় ডিএমপি ডিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে মাসুদুর রহমান।

(ওএস/এসপি/জুলাই ২০, ২০১৭)