হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : ঢাবি অধিভুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ শিক্ষার্থীদের ৭ দফা দাবি মেনে নেয়া, আহত ছিদ্দিকুরের চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে নেয়া, আন্দোলনকারী শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে রবিবার গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখা এই বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন কলেজ শাখার সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, পাঠাগার সম্পাদক জহির রায়হান, নিয়ামুল হাসান নাবিল প্রমুখ।

বক্তারা ৭ দফা দাবি আদায়ে ঢাবি অভিভুক্ত ৭টি কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে রাষ্ট্রীয় সন্ত্রাস পুলিশ বাহিনীর বর্বোরোচিত হামলার তীব্র নিন্দা জানান। সেইসাথে আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহবান জানান। এছাড়া পুলিশের গুলিতে আহত ছিদ্দিকুরের চিকিৎসার ব্যয়ভার সরকারকে নেয়ারও দাবি জানান তারা।

(এইচআইবি/এএস/জুলাই ২৩, ২০১৭)