হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের নামে অতিরিক্ত ৪% কর্তনের সিদ্ধান্ত বাতিল, ৫% বাৎসরিক প্রবৃদ্ধি, পূর্নাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদান ও জাতীয়করণের দাবিতে রবিবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট গাইবান্ধা সদর উপজেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

অধ্যক্ষ মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে জেলা শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ একরামুল হক খান, সদর উপজেলা সংগঠনের সাধারণ সম্পাদক মো. মধু মিয়া, মোহাম্মদ আলী, আব্দুল গোফ্ফার আকন্দ, মঞ্জুরুল ইসলাম সোহেল, অধ্যাপক আতিকুর রহমান, সহকারি অধ্যাপক রোকেয়া খাতুন, প্রভাষক অনিক হাসান লেবু প্রমুখ।

বক্তারা অবিলম্বে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের নামে অতিরিক্ত ৪% কর্তনের সিদ্ধান্ত বাতিল, ৫% বাৎসরিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, অনুপাত প্রথা বাতিল, বৈশাখী ভাতা প্রদানসহ জাতীয়করণের দাবি জানান।

(এইচআইবি/এএস/জুলাই ২৩, ২০১৭)