হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : বাংলাদেশ পৌর কমকর্তা-কর্মচারী এসোসিয়েশনের পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধা পৌর কার্যালয়ের সামনে সোমবার সকাল ৯টা থেকে  দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এছাড়া একই কর্মসূচি পালন করেছে  জেলার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ পৌরসভা।

গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের সভাপতি নুরুল ইসলাম নূরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাইবান্ধা পৌরসভার নির্বাহী প্রকৌশলী এবিএম সিদ্দিকুর রহমান, সহকারী প্রকৌশলী রেজাউল হক, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক বিপুল কুমার সাহা, গাইবান্ধা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পৌর কর্মচারী সংসদের সহ-সভাপতি অমিতাভ চক্রবর্তী রিন্টু, সাধারণ সম্পাদক নুর হোসেন, সাবেক সভাপতি আব্দুল আহাদ বাবু, অশিম কুমার মহন্ত, যুধিষ্ঠির চন্দ্র সরকার, দিথি চৌধুরী প্রমুখ। এছাড়া দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি জিয়াউল হক জনি।

বক্তারা বলেন, দেশের ৩২৭টি পৌরসভার মধ্যে অধিকাংশ পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা নিয়মিত পান না। ফলে তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। বক্তারা অবিলম্বে চাকরি জাতীয়করণের এক দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

(এইচআইবি/এএস/জুলাই ২৪, ২০১৭)