মৌলভীবাজার প্রতিনিধি : নানা আয়োজনে মৌলভীবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

আজ (বুধবার, ২৬ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও জেলা প্রশসনের যৌথ আয়োজনে শুরু হয় বর্ণাঢ্য র‌্যালি।

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান এর নেতৃত্তে র‌্যালিতে অংশ নেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ বিভিন্ন সরকারি পর্যায়ের কর্মকর্তারা।

র‌্যালিটি শহরের প্রেসক্লাব মোড় থেকে সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দিবসটির তাৎপর্য নিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যেগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার।

(একে/এসপি/জুলাই ২৬, ২০১৭)