গাইবান্ধা প্রতিনিধি : মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা ও শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ (বুধবার) সকালে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোখছানা বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) মইনুল হক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল মজিদ প্রমুখ। শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় দুটি বিভাগে ১৫ জনকে পুরস্কৃত করা হয়।


(এইচআইবি/এসপি/জুলাই ২৬, ২০১৭)