গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুধবার ২ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে ৫টি পাকা সড়কের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ উপলক্ষে কালিতলা হাইস্কুল মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সুজন কুমার কর, প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম. শরিফুল ইসলাম জর্জ, কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, দরবস্ত ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, আয়নুল ইসলাম প্রমুখ।

এলজিইডির অর্থায়নে সড়ক ৫টি নির্মাণে ২ কোটি ৬২ লাখ টাকা ব্যয় হবে। এর মধ্যে চরকতলা থেকে থেকে কালিতলা সড়কের ১ কিলোমিটার, কাইয়াগঞ্জ থেকে ফাঁসিতলা সড়কের ১ কি.মি., কালিতলা বাজার সড়ক থেকে জব্বার মাষ্টার বাড়ির সড়ক ১ কি.মি., বিশুবাড়ি থেকে ছোট দুর্গাপুর ১ কি.মি. ও বগুলাগাড়ি ঈদগাহ থেকে সাতানা বালুয়া সড়কের ১ কি.মিঃ।

(এসআরডি/এএস/জুলাই ২৬, ২০১৭)