টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভুঞাপুরে চরাঞ্চলের অজুর্না ও গাবসারা ইউনিয়নের তিন হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ ও হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে ভুঞাপুর উপজেলার চরাঞ্চলের অজুর্না ও গাবসারা ইউনিয়নের তিন হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও এমপি প্রার্থী তানভীর হাসান ছোট মনি। ত্রাণ সহায়তা হিসেবে তিন হাজার পরিবারের মাঝে চাউল, ডাল, চিড়া, চিনি, গুড়, আলু, স্যালাইন, বিস্কুট, মোমবাতি বিতরণ করেন। সেই সাথে চার সদস্যের মেডিকেল টিমের মাধ্যমে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার আজাদ, টাঙ্গাইল বার কাউন্সিলের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল গফুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা, উপজেলা পৌর যুবলীগের আহŸায়ক মনিরুল ইসলাম বাবু, জেলা-উপজেলার যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

(এনইউ/এসপি/জুলাই ২৭, ২০১৭)